যে সংখ্যক টিকা পাঠানো হয়েছে, তাতে মালদ্বীপের প্রথম সারির করোনাভাইরাস যোদ্ধাদের সবাই টিকা পাবেন
প্রথম দেশ হিসেবে ভারতের তৈরি করোনাভাইরাসের টিকা “কোভিশিল্ড” পেয়েছে দ্বীপরাষ্ট্র মালদ্বীপ।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে অজ্ঞাত সংখ্যক টিকা পাঠানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দ বাজার। এর মাধ্যমে মালদ্বীপই প্রথম দেশ যারা ভারতের তৈরি করোনাভাইরাসের টিকা হাতে পেল।
প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে এই টিকার অনুমোদন দিয়েছে মালদ্বীপ সরকার। দেশটির চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ প্রথম শ্রেণির কোভিড-১৯ যোদ্ধাদের আগে টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত প্রয়োজনীয় প্রস্তুতিও গ্রহণ করেছে দেশটি। আগামী বুধবার (২০ জানুয়ারি) থেকেই দেশটিতে টিকাদান শুরু হবে।
তবে ঠিক কত সংখ্যক টিকা পাঠানো হয়েছে সে সম্পর্কে স্পষ্ট কিছু বলা না হলেও একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, যে সংখ্যক টিকা পাঠানো হয়েছে, তাতে মালদ্বীপের প্রথম সারির যোদ্ধাদের সবাই টিকা পাবেন।
প্রসঙ্গত, ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র মালদ্বীপের জনসংখ্যা সাড়ে চার লাখের কাছাকাছি। করোনাভাইরাসের সময় দেশটিকে ২৫ কোটি মার্কিন ডলার নগদ সহায়তা ছাড়াও খাবার, ওষুধ, কোভিড-১৯ যোদ্ধাদের প্রশিক্ষণ, পিপিই-কিটসহ নানা সামগ্রী পাঠিয়ে দেশটিকে সাহায্য করেছে ভারত। এবার টিকার ক্ষেত্রেও মালদ্বীপকে সর্বাগ্রে সহায়তা দিল ভারত।
মতামত দিন