বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা ৩টার দিকে পুনেতে সেরাম ইনস্টিউটের ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে
বিশ্বের বৃহত্তম টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান ভারতের সেরাম ইনস্টিটিউটের নির্মাণাধীন একটি ভবনে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা ৩টার দিকে পুনেতে সেরাম ইনস্টিউটের ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দক্ষিণ মহারাষ্ট্রের পুনে শহরের ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দমকল কর্মীরা আগুন নেভানোর সময় প্রচুর ধোঁয়া দেখা যাচ্ছিল।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আদার পুনাওয়ালা অ্যাসোসিয়েটেড প্রেসকে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, আগুন লাগার ঘটনা কোভিড-১৯ টিকার ডোজ সরবরাহের বিদ্যমান অবস্থাতে কোনো প্রভাব ফেলবে না।
তিনি আরও বলেন, ২০২১ সালের মধ্যে উৎপাদন ক্ষমতা প্রতিবছর ১২০ কোটি ডোজ থেকে ২৫০ কোটি ডোজে উন্নীত করার আশা করছি আমরা।
সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া বিশ্বের বৃহত্তম টিকা প্রস্তুতকারক এবং তারা অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় টিকার ১০০ কোটি ডোজ উৎপাদনের চুক্তি করেছে।
এ বছর প্রায় ১২০০ কোটির বেশি করোনাভাইরাসের টিকার ডোজ উৎপাদন হতে পারে যার মধ্যে ধনী দেশগুলো ইতোমধ্যে প্রায় ৯০০ কোটি কিনে নিয়েছে এবং অনেকের কাছে আরও বেশি কেনার বিকল্প রয়েছে। ফলে সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত বেশির ভাগ টিকা উন্নয়নশীল দেশগুলোর ব্যবহার করার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ সেরাম ইনস্টিউটের কাছ থেকেই তিন কোটি ডোজ টিকা কিনেছে, যার প্রথম চালান ২৫ জানুয়ারির মধ্যে দেশে পৌঁছানোর কথা।
এছাড়া, ভারত সরকার উপহার হিসেবে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) যে ২০ লাখ ডোজ টিকা পাঠিয়েছে, সেটিও সেরাম ইনস্টিউটেরই টিকা।
মতামত দিন