মমতার সমালোচনা করে বিজেপি নেতা অমিত মালভিয়া বলেন, মমতা কি জানেন না 'জয় বাংলা' বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ডাক ছিল
ভারতের রাজনৈতিক অঙ্গন বেশ তপ্ত হয়ে উঠেছে স্লোগান এবং পালটা স্লোগান নিয়ে। সম্প্রতি ভারতের ক্ষমতাসীন দলের চরমপন্থী হিন্দু জাতীয়তাবাদীদের প্রতিবাদে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় “জয় বাংলা” স্লোগানটি উচ্চারণ করেছিলেন। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিষয়টি নিয়ে শুরু করেছে নতুন বিতর্ক।
শনিবার (২৩ জানুয়ারি) নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত ছিলেন। সেখানে মমতার বক্তব্যের ঠিক আগে "জয় শ্রীরাম" স্লোগান দিয়ে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কাঁপানো হয়েছিল। যদিও “রাজনৈতিক স্লোগান দিয়ে তাকে অপমান করা হয়েছে” অভিযোগ এনে মমতা এই কর্মসূচিকে সমর্থন করেননি।
মমতা বলেন, "সরকারি অনুষ্ঠানগুলোতে ভদ্রতা থাকা উচিত। অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে কাউকে এভাবে অপমান করা উচিত নয়।”
কোনো বক্তৃতা না দিয়েই শুধু “জয় হিন্দ, জয় বাংলা” স্লোগান দিয়ে মঞ্চ ছাড়েন মমতা ব্যানার্জি। পরে মমতার “জয় বাংলা” স্লোগান নিয়ে বিজেপিকর্মীরা সামাজিক মাধ্যমে বিতর্ক সৃষ্টি করে।
মমতার সমালোচনা করে বিজেপির জাতীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক ইনচার্জ অমিত মালভিয়া তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, “পিসি (মমতা) ‘জয় বাংলা’ স্লোগান তুলেছিলেন। তিনি কি জানেন যে এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের স্বাধীনতা (মুক্তিযুদ্ধ) আন্দোলনের ডাক ছিল?”
“পিসি (মমতা) কার কাছ থেকে মুক্তি চাচ্ছেন? নেতাজি যখন সংযুক্ত ভারত (ভারত) এর স্বপ্ন দেখেছিলেন, তখন তিনি বিভেদবাদের কথা বলছেন ..." বলেন অমিত।
তবে বিজেপি কর্মীদের এমন প্রচারের তীব্র সমালোচনাও করা হচ্ছে। এই বিষয়ে, সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের সহকারী সম্পাদক মেঘনাদ বোস তার ফেসবুক অ্যাকাউন্টে অমিতের করা টুইটের প্রসঙ্গে লিখেছেন,“মমতা বন্দ্যোপাধ্যায় বলা 'জয় হিন্দ, জয় বাংলা' বিষয়ে বাংলাদেশ ও তাদের স্বাধীনতা সংগ্রামের পুরোপুরি অপ্রাসঙ্গিক রেফারেন্স দিয়েছেন বিজেপি আইটি সেলের প্রধান। জয় বাংলা মানে বাংলার জয়। ঠিক যেমন ‘জয় মহারাষ্ট্র’ মানে মহারাষ্ট্রের জয়।"
“বাঙালিকে না চেনা এমন একজনের করা বোকামি মন্তব্য হিসাবে এটি গ্রহণ করা সহজ। তবে এটির গভীরতা আমাদের কাছে আরও অনেক বেশি। এই অজ্ঞতা আসলে ইচ্ছাকৃত আক্রোশের ফল। ”
মতামত দিন