জাহাজগুলো তাদের জাতীয় পতাকা প্রদর্শন না করে স্বয়ংক্রিয় শনাক্তকরণ সিস্টেম বন্ধ রেখেছিল
ইন্দোনেশিয়ার উপকূলরক্ষী বাহিনী ইরানের পতাকাযুক্ত “এমটি হর্স” এবং পানামার পতাকাযুক্ত “এমটি ফ্রেইয়া” জাহাজকে ইন্দোনেশিয়ার জলসীমার উপর দিয়ে অবৈধ জ্বালানী স্থানান্তরের অভিযোগে আটক করেছে।
ইন্দোনেশিয়ার উপকূলরক্ষী বাহিনীর মুখপাত্র উইসনু প্রমন্দিতা এক বিবৃতিতে বলেন, কালিমন্থান প্রদেশের আটককৃত ট্যাংকারগুলোকে ভালভাবে তদন্তের জন্য রিয়াউ দ্বীপ প্রদেশের বাটাম দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ২৪ জানুয়ারি স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় সন্দেহজনক ট্যাংকারগুলোকে প্রথম চিহ্নিত করে উপকূলরক্ষী বাহিনী। ট্যাংকারগুলো তাদের জাতীয় পতাকা প্রদর্শন না করে স্বয়ংক্রিয় শনাক্তকরণ সিস্টেম বন্ধ রেখেছিল। এমনকি তারা কোনো রেডিও বার্তার সাড়া দেয়নি। “এমটি ফ্রেইয়া”র চারপাশে তেল ছড়িয়ে পড়েছিল দেখে উপকূলরক্ষী বাহিনীর সন্দেহ জাগে।
আন্তর্জাতিক মেরিটাইম সংস্থার নিয়ম অনুযায়ী নিরাপত্তা এবং স্বচ্ছতার জন্য সকল জলযানে ট্রান্সপোন্ডার ব্যবহার করতে হয়। তবে জলদস্যুর আক্রমণ বা অনুরূপ ঝুঁকির ঝুঁকি থাকলে জাহাজের নাবিকরা ডিভাইসগুলি বন্ধ করতে পারে।
প্রায়ই অবৈধ কার্যকলাপের জন্য সময় জাহাজের অবস্থান গোপন করতে ট্রান্সপোন্ডার বন্ধ রাখে অসাধু চক্র।
২০১৮ সালে, যুক্তরাষ্ট্রের সবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে ২০১৫ সালে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে বের হয়ে আসেন। এছাড়া ইরানের তেল রফতানি বন্ধ করার লক্ষ্যে তিনি ইরানের ওপর বেশকিছু নিষেধাজ্ঞা আরোপ করেন।
মতামত দিন