'আমরা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো যেমন ফ্রান্স এবং এমনকি জার্মানির বিদ্বেষমূলক বক্তব্য, হলোকাস্ট অস্বীকার ইত্যাদির বিরুদ্ধে প্রণীত আইনের অনুকরণে আমাদের ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করেছিলাম'
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বাকস্বাধীনতার নামে আঘাত করার অধিকার কারও নেই।
জয় ফেসবুকের মাধ্যমে বিদ্যমান ডিজিটাল নিরাপত্তা আইনটিকে (ডিএসএ) সমর্থন করেন এবং যারা এই আইনটির বিরোধিতা করছেন, তাদেরকে আইনটির সমালোচনা বন্ধ করার পরামর্শ দেন। তিনি বলেন, এই আইন প্রণয়নের সময় বাংলাদেশ ফ্রান্স এবং জার্মানি থেকে ধারণা নিয়েছিল।
প্রধানমন্ত্রীর ছেলে জয়, তার সোশ্যাল মিডিয়ার পোস্টে বিবিসির একটি স্টোরি সংযুক্ত করেন যাতে বলা হয় ফরাসিদের ডানপন্থী নেতা মেরিন লে পেনকে জিহাদের নৃশংসতার ছবি পোস্ট করার জন্য বিচার করা হয়েছে।
A prominent leader of a French political party is on trial for online posts that violate their laws. We had modeled our...
Posted by Sajeeb Wazed on Wednesday, February 10, 2021
জিহাদী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) কর্তৃক হত্যার ছবি পোস্ট করে "হেইট স্প্রিচ আইন" ভঙ্গ করার অভিযোগে অভিযুক্ত ফরাসি ডানপন্থী এই নেতাকে সম্প্রতি বিচারের আওতায় আনা হয়েছে।
তিনি লিখেন, "একটি ফরাসি রাজনৈতিক দলের একজন বিশিষ্ট নেতা তাদের আইন লঙ্ঘনকারী অনলাইন পোস্টের জন্য বিচারের মুখোমুখি। আমরা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো যেমন ফ্রান্স এবং এমনকি জার্মানির বিদ্বেষমূলক বক্তব্য, হলোকাস্ট অস্বীকার ইত্যাদির বিরুদ্ধে প্রণীত আইনের অনুকরণে আমাদের ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করেছিলাম।"
"যারা আমাদের ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে অভিযোগ করেন তাদের সত্যিই পশ্চিমা মাস্টারদের কাছে কান্নাকাটি বন্ধ করা উচিত। তাদের পশ্চিমা মাস্টারদের বেশিরভাগেরই একই আইন রয়েছে।"
তিনি আরও বলেন, "বাকস্বাধীনতা কোনও দেশে কখনও নিরঙ্কুশ নয়। কাউকে আঘাত করার অধিকার আপনার নেই।"
মতামত দিন