প্রতিবছর বন্দুক লড়াইয়ে যুক্তরাষ্ট্রে মৃত্যু হয় ৩৩ হাজার মানুষের৷ এরসঙ্গে অন্যান্য অস্ত্র নিয়ে লড়াই, আত্মহত্যা, হত্যার চেষ্টার ঘটনায় সংখ্যাটি ৩ গুণেরও বেশি
যুক্তরাষ্ট্রের বন্দুক আইন বদলের আবেদন জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রবিবার (১৪ ফেব্রুয়ারি) ছিল ফ্লোরিডার পার্কল্যান্ড স্কুলে বন্দুকধারীর হামলার তিন বছর পূর্তি। সেই দিনটিকে স্মরণ করেই বাইডেন বলেন, কংগ্রেসের কাছে অনুরোধ, বন্দুক আইন সংশোধনের বিল নিয়ে আসা হোক পার্লামেন্টে।
বাইডেন এদিন দাবি করেছেন, তার সরকার যত দ্রুত সম্ভব বন্দুক আইন বদলের চেষ্টা করবে। যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী, আইন বদল করতে হলে প্রথমে তা কংগ্রেসে আনতে হবে। সেখানে বিল পাস হলে তা যাবে সেনেটে। সেনেট সেই বিলকে ছাড়পত্র দিলে তবেই প্রেসিডেন্ট সই করে বিলকে আইন বানাতে পারেন।
২০১৮ সালে পার্কল্যান্ডের স্কুলে বন্দুকধারী হামলা চালানোর পর ডেমোক্র্যাট অধ্যুষিত মার্কিন কংগ্রেস বন্দুক আইন সংশোধনের একটি বিল এনেছিল। তবে রিপাবলিকান অধ্যুষিত সেনেট সেই বিল পাস হতে দেয়নি। ফলে তখন বন্দুক আইন পরিবর্তন করা সম্ভব হয়নি। এদিন বাইডেনের বক্তব্যের পরে মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যানসি পালোসি বলেছেন, ফের কংগ্রেসে বন্দুক আইন বদলের বিল আনা হবে।
যুক্তরাষ্ট্রে সাধারণ নাগরিকের বন্দুক ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবাদ চলছে৷ রাজনীতিতেও এর ঢেউ লেগেছে বহু সময়৷ তথ্য বলছে, প্রতিবছর বন্দুকের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে মৃত্যু হয় ৩৩ হাজার মানুষের৷ এরসঙ্গে অন্যান্য অস্ত্র নিয়ে লড়াই, আত্মহত্যা, হত্যার চেষ্টার ঘটনা ধরলে সংখ্যাটি হবে ৩ গুণেরও বেশি৷
বাইডেনের বক্তব্য, যে প্রক্রিয়ায় এখন যুক্তরাষ্ট্রে বন্দুক কেনা যায়, সেই প্রক্রিয়ায় বদল দরকার। যিনি বন্দুক কিনছেন, তার বিষয়ে সমস্ত তথ্য থাকতে হবে পুলিশের কাছে। পুলিশ ছাড়পত্র দিলে তবেই বন্দুক কেনা যাবে। বন্দুকের ম্যাগাজিনের মাপ বড় হবে না। উচ্চক্ষমতা সম্পন্ন বন্দুক খোলা বাজারে বিক্রি করা যাবে না। ওই ধরনের বন্দুক নিয়ে বন্দুকধারী যদি হামলা চালায়, তাহলে বিক্রেতার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
বাইডেন এদিন আরও বলেন, নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। নাগরিক ও কমিউনিটি বা গোষ্ঠী যাতে নিরাপদে থাকে, তা দেখার দায়িত্ব সরকারের। সে কারণেই বন্দুক আইন বদল হওয়া দরকার।
মতামত দিন