‘চশমার দীর্ঘমেয়াদী ব্যবহার চোখ স্পর্শ ও ঘষা থেকে বিরত রাখতে পারে’
চশমা ব্যবহারকারীদের করোনাভাইরাসে আক্রান্ত হবার সংখ্যা অন্যদের তুলনায় তিনগুণ কম বলে সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে।
দ্য ইনডিপেন্ডেন্ট প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ভারতভিত্তিক গবেষণা সংস্থা মেডরে ওয়েবসাইটে প্রকাশিত সমীক্ষায় দেখা যায়, ভাইরাসের সংস্পর্শে আসার পরে মুখ, নাক, মুখ এবং চোখ স্পর্শ করলে সংক্রমণ হতে পারে। কিন্তু চশমা পরা লোকেরা তাদের চোখ কম ঘষেন, তাই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম।
সাম্প্রতিক এই সমীক্ষাটি ভারতরাঞ্চলের একটি হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের এবং যাদের রোগটির সব ধরনের লক্ষণ রয়েছে তাদের ওপর পরিচালনা করা হয়। সমীক্ষায় ৩০৪ জন অংশ নিয়েছেন যাদের ২২৩ জন পুরুষ ও ৮১ জন নারী। সমীক্ষায় অংশ নেওয়া এসব রোগীদের বয়স ছিল ১০ থেকে ৮০ বছরের মধ্যে।
এসব ব্যক্তিদের ১৯% বলেছেন, তারা বেশিরভাগ সময় চশমা পরেছিলেন।
গবেষকরা দেখেছেন, এসব ব্যক্তিরা প্রতি ঘণ্টায় গড়ে ২৩ বার পর্যন্ত তাদের মুখ স্পর্শ করেছেন এবং চোখ স্পর্শ করেছেন প্রতি ঘণ্টায় গড়ে তিনবার।
গবেষকরা তথ্য বিশ্লেষণ করে দেখতে পান, যারা চশমা ব্যবহার করেন, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে তাদের ঝুঁকি অন্যদের তুলনায় তিনগুণ কম।
প্রতিবেদনে বলা হয়েছে, “জীবাণুযুক্ত হাত দিয়ে চোখ স্পর্শ করা ও ঘষা সংক্রমণের একটি উল্লেখযোগ্য মাধ্যম হতে পারে।”
"চশমার দীর্ঘমেয়াদী ব্যবহার চোখ স্পর্শ ও ঘষা থেকে বিরত রাখতে পারে।”
চিকিত্সকরা এর আগে পরামর্শ দিয়েছিলেন যে, যারা কন্টাক্ট লেন্স পরেন, করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে তারা যেন চশমা ব্যবহার করতে শুরু করেন।
মতামত দিন