পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নিঃসন্দেহেই এটি একটি সুখবর’
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, শিগগিরই সিঙ্গাপুর ১০,০০০ ও রোমানিয়া ২,০০০ বাংলাদেশিকে নিয়োগ দেবে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "নিঃসন্দেহেই এটি একটি সুখবর।"
পররাষ্ট্রমন্ত্রী জানান, তিনি যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ্যান্টনি জে ব্লিংকেনের সাথে একাধিক বৈঠকে অংশ নেবেন।
সোমবার রাতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
ড. মোমেন বলেন, বুধবার (বাংলাদেশ সময়) মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
তিনি বলেন যে এখানে সুনির্দিষ্ট কোনো ইস্যু নেই তবে জো বাইডেনের প্রশাসনের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বৈঠকে ব্যাপক আলোচনার কথা রয়েছে।
মন্ত্রী আরও বলেন, "আমরা যুক্তরাষ্ট্রের সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে চাই।"
পররাষ্ট্রমন্ত্রী জানান, দু'দেশের সম্পর্ককে এগিয়ে নিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর শীঘ্রই বাংলাদেশ সফরে আসবেন।
মতামত দিন