বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছে ২৪ লাখ ৮৪ হাজার ৯৮৮ জন
বিশ্বে প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে মারা গিয়েছে ২৪ লাখ ৮৪ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছে ১১ কোটি ২০ লাখের বেশি। এছাড়া, সুস্থ হয়েছেন প্রায় ৬ কোটি ৩২ লাখ মানুষ।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এতথ্য জানিয়েছে।
জনস হপকিনস ইউনিভার্সিটির রিসোর্স সেন্টারের সকাল সোয়া ১০টার তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১১ কোটি ২০ লাখ ৯১ হাজার ৮৫১ জন এবং মারা গিয়েছে ২৪ লাখ ৮৪ হাজার ৯৮৮ জন। এছাড়া, সুস্থ হয়েছে ৬ কোটি ৩২ লাখ ৭২ হাজার ৪৭০ জন।
করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছে ২ কোটি ৮২ লাখ ৫৯ হাজার ৬৪৮ জন এবং মারা গিয়েছে ৫ লাখ ২ হাজার ৫৯৪ জন।
যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছে ১ কোটি দুই লাখ ৫৭ হাজার ৮৭৫ জন, মারা গিয়েছে ২ লাখ ৪৮ হাজার ৫২৯ জন এবং সুস্থ হয়েছে ৯১ লাখ ৮৯ হাজার ৯০৩ জন।
সংক্রমণের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর দিক থেকে চতুর্থতে থাকা ভারতে আক্রান্ত হয়েছে ১ কোটি ১০ লাখ ৩০ হাজার ১৭৬ জন, মারা গিয়েছে ১ লাখ ৫৬ হাজার ৫৬৭ জন এবং সুস্থ হয়েছে ১ কোটি সাত লাখ ২৬ হাজার ৭০২ জন।
মৃত্যুর সংখ্যার দিক থেকে তৃতীয়তে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৮১ হাজার ৮০৯ জন মারা গিয়েছে। আক্রান্ত হয়েছে ২০ লাখ ৫২ হাজার ২৬৬ জন। এছাড়া, সুস্থ হয়েছে ১৬ লাখ সাত হাজার ৮৬৯ জন।
অন্যদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৫ লাখ ৪৪ হাজার ১১৬ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গিয়েছে ৮ হাজার ৩৭৪ জন। আর সুস্থ হয়েছে ৪ লাখ ৯২ হাজার ৮৮৭ জন।
মতামত দিন