সোমবার (১ মার্চ) বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিভাগের পরিচালক মাইকেল রায়ান এ হুঁশিয়ারি দেন
বছরের শেষের দিকে বিশ্ব কোভিড-১৯ মহামারি কাটিয়ে উঠবে তা ভাবাটা অবাস্তব। সোমবার (১ মার্চ) বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) - জরুরি বিভাগের পরিচালক মাইকেল রায়ান হুঁশিয়ার করে এ কথা বলেন।
তিনি বলেন, “হাসপাতালে ভর্তির মাধ্যমে মৃত্যুহার কমিয়ে এ মহামারি থেকে বিশ্বকে বের করে নেওয়া সম্ভব হতে পারে।”
বিশ্বব্যাপী টানা ছয় সপ্তাহ নতুন আক্রান্তের সংখ্যা কম থাকার পর গত সপ্তাহে আবার বেড়েছে উল্লেখ করে রায়ান সাংবাদিকদের বলেন, "এ বছরের শেষের দিকে এই ভাইরাসটিকে পরাভূত করতে পারবো এমন ভাবনা আমার কাছে অবাস্তব মনে হয়।"
"তবে আমি মনে করি, আমরা যদি বুদ্ধিমান হয়ে থাকি তবে হাসপাতালে ভর্তি, মৃত্যু এবং এই মহামারির সাথে সম্পর্কিত ট্র্যাজেডি আমরা দূর করতে পারি।"
রায়ান বলেছিলেন, সম্মুখসারির স্বাস্থ্যকর্মী আর গুরুতর অসুস্থ ব্যক্তিদের ভ্যাকসিন প্রদানের ফলে মহামারি নিয়ে যে ভীতি রয়েছে সেটা অনেকাংশে দূর করা সম্ভব। তবে বর্তমান অগ্রগতিকে অগ্রাহ্য করলে চলবে না এবং এই মুহূর্তে ভাইরাসটি নিয়ন্ত্রণে আছে বলেও জানান তিনি।
ডব্লিউএইচও-র মহাপরিচালক টেড্রোস অ্যাডানম ঘেরব্রেইয়িসাস বলেছেন, ইউরোপ, আমেরিকা যুক্তরাষ্ট্র, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং পূর্ব ভূমধ্যসাগরে গত সপ্তাহে নতুন আক্রান্তের সংখ্যা বেড়েছে। "এটি হতাশাজনক, তবে অবাক হওয়ার মতো নয়," তিনি বলেছিলেন।
"এর কারণ হল জনস্বাস্থ্য ব্যবস্থায় শিথিলতা এবং জনগণের স্বাস্থ্যনীতি মেনে চলা বন্ধ করা।"
টেড্রোস বলেন, "ভ্যাকসিন জীবন বাঁচাতে সহায়তা করবে, দেশগুলো যদি কেবলমাত্র ভ্যাকসিনের উপর নির্ভর করে তবে তারা ভুল করে চলেছে। কেননা প্রাথমিক স্বাস্থ্যনীতি এখনও ভিত্তি হিসাবে রয়ে গেছে।"
ডব্লিউএইচও-র কোভিড-১৯ এর প্রযুক্তিগত নেতৃত্বদানকারী মারিয়া ভ্যান কেরখোভ বলেন, "গত সপ্তাহের অবস্থা থেকে বলা যায় আমরা যদি চাই তবেই এই ভাইরাসটি পুনরায় দেখা দেবে - এবং আমরা এটি হতে দিতে পারি না।"
টেড্রোস ২০২১ সালের প্রথম ১০০ দিনের মধ্যে প্রতিটি দেশে কোভিড-১৯ টিকাদান শুরু করতে চান - অর্থাৎ আরও বাকি ৪০ দিন।
তিনি সোমবার ঘানা ও আইভরি কোস্টে গ্লোবাল কোভ্যাক্স ভ্যাকসিনের মাধ্যমে পাঠানো প্রথম ডোজের টিকাদানকে স্বাগত জানিয়েছেন।
"স্বল্প আয়ের দেশগুলোতে স্বাস্থ্যকর্মীদের টিকাদান শুরু করতে দেখা উৎসাহজনক, তবে একই সাথে দুঃখজনক যে কিছু ধনী দেশগুলোর তাদের ভ্যাকসিন প্রচারণা শুরু করার প্রায় তিন মাস পর এই অবস্থা দেখা যায়।"
"একইসঙ্গে এটি দুঃখজনক কেননা কিছু দেশ স্বাস্থ্যকর্মী এবং বয়স্ক ব্যক্তিদের তুলনায় কম বয়সী, স্বাস্থ্যবান ও প্রাপ্তবয়স্কদের ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করে চলেছে।"
কোভ্যাক্স প্রোগ্রামের মাধ্যমে এই সপ্তাহে আরও ১১ মিলিয়ন ভ্যাকসিনের ডোজ বিতরণ করা হবে এবং মে মাসের শুরু ও শেষে অংশ নেওয়া ১৪২ জনের ২৩৭ মিলিয়ন ডোজ বরাদ্দ করা হবে।
বুধবার কোভ্যাক্স ডোজের প্রথম ওয়েভের জন্য চূড়ান্ত বরাদ্দ প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
কোভিড-১৯ ভ্যাকসিন পাসপোর্ট দ্বারা ভ্রমণকারীদের টিকা প্রদান করা হয়েছে তা বোঝা যায় এমনটা জানিয়ে রায়ান বলেছিলেন, ভ্যাকসিনের সার্বজনীন প্রবেশাধিকারের অভাবে, "সেই ভিত্তিতে ভ্রমণের উপর বিধিনিষেধের প্রয়োগ সম্পর্কিত গুরুতর মানবাধিকার এবং নৈতিক বিষয় রয়েছে।"
তিনি আরও বলেন, ডোজগুলো আরও ব্যাপক আকারে ছড়িয়ে দেয়ার সাথে সাথে "জনস্বাস্থ্য ব্যবস্থাগুলো ... কীভাবে মানিয়ে নেওয়া যায় তার বিবেচনা করা দরকার।"
মতামত দিন