বৃহস্পতিবার সকালে কর্মস্থলে যাওয়ার সময় রাস্তায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে নিহত হন ওই চিকিৎসক
আফগানিস্তানের নানগারহার প্রদেশের জালালাবাদ শহরে রাস্তায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে এক নারী চিকিৎসক নিহত হয়েছেন।
রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আত্তাহ উল্লাহ খোগায়নি এ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, বৃহস্পতিবার সকালে কর্মস্থলে যাওয়ার সময় রাস্তায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে নিহত হন ওই চিকিৎসক। নিহত ওই চিকিৎসকের নাম না জানালেও তিনি একটি বেসরকারি হাসপাতালে েকর্মরত ছিলেন বলে জানান তিনি।তবে এখনও পর্যন্ত এ ঘটনার কেউ দায় শিকার করেনি।
এমন সময়ে এ ঘটনা ঘটলো, যার ঠিক একদিন আগেই দেশটির ৩ নারী গণমাধ্যমকর্মী নিহত হন। তাদের হত্যার দায় শিকার করেছেন ইসলামিক স্টেট (আইএস)।
প্রসঙ্গত, বেশ কয়েকমাস ধরেই দেশটিতে সাংবাদিক, এনজিও কর্মী ও সরকারি কর্মকর্তাদের হত্যা করা হচ্ছে।েএসব ঘটনার পেছনে তালেবানদের হাত রয়েছে বলে দেশটির সরকারের দাবি।
মতামত দিন