তিনি ১ জানুয়ারি টিকার প্রথম ডোজ এবং ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ডোজ গ্রহণ করেছিলেন এবং ২০ ফেব্রুয়ারি কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন
ভারতের গুজরাট রাজ্যে এক স্বাস্থ্যকর্মী টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের পরেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে শনিবার (৬ মার্চ) নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গান্ধীনগরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এমএইচ সোলাঙ্কি জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তি গান্ধীনগরের দেহগাম উপজেলার একজন স্বাস্থ্য অফিসার। তিনি ১ জানুয়ারি টিকার প্রথম ডোজ এবং ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ডোজ গ্রহণ করেছিলেন। পরবর্তীতে জ্বরে আক্রান্ত হলে তার নমুনা পরীক্ষা করা হয় এবং ২০ ফেব্রুয়ারি কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হন।
সোলাঙ্কি আরও জানান, উপসর্গগুলো হালকা হওয়ায় বর্তমানে আক্রান্ত ব্যক্তি বাসায় আইসোলেশনে রয়েছেন। তবে তিনি সোমবার থেকে পুনরায় কাজে যোগ দেবেন বলে জানিয়েছেন।
ভ্যাকসিনের দু'টি ডোজ গ্রহণের প্রায় ৪৫ দিন পর সাধারণত সংক্রমণের বিরুদ্ধে অ্যান্টিবডিগুলো কার্যকরী হয়ে ওঠে।
সোলাঙ্কি আরও বলেন, ভ্যাকসিনের দুটি ডোজ গ্রহণের পরেও নিজের সুরক্ষার জন্য অবশ্যই মাস্ক পরিধান করতে হবে এবং নিরাপদ দূরত্ব মেনে চলতে হবে।
মতামত দিন