সেই সাথে শনাক্ত রোগী ১১ কোটি ৬৪ লাখ অতিক্রম করেছে
কোভিড-১৯ আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ২৫ লাখ ৮৭ হাজার ছাড়িয়েছে। সেই সাথে শনাক্ত রোগী ১১ কোটি ৬৪ লাখ অতিক্রম করেছে।
রবিবার সকাল ১০টার দিকে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ২৫ লাখ ৮৭ হাজার ৬৮৩ জনে। এছাড়া, ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ কোটি ৬৪ লাখ ৭৮ হাজার ৯১৮ জনে।
চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২ কোটি ৮৯ লাখ ৪৯ হাজার ৫৯৩ জন করোনায় আক্রান্ত এবং ৫ লাখ ২৪ হাজার ২৬২ জন মৃত্যুবরণ করেছেন।
মতামত দিন