এদিকে থাইল্যান্ডেও স্থগিত করা হয়েছে টিকাদান কার্যক্রম
ডেনমার্ক ও নরওয়েতে রক্ত জমাট বাধার কারণে সাময়িকভাবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ স্থগিত করেছে। এদিকে থাইল্যান্ডেও টিকাদান কার্যক্রম স্থগিত করেছে দেশটি।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ডেনমার্ক ও নরওয়েসহ কয়েকটি দেশে রক্ত জমাট বাধায় এই টিকা দেওয়া স্থগিত করা করেছে -এ খবর আসার পরেই এমন সিদ্ধান্ত নিল থাইল্যান্ড।
ইউরোপীয় মেডিসিনস এজেন্সি বৃহস্পতিবার জানিয়েছে, অ্যাস্ট্রাজেনেকার টিকায় রক্ত জমাট বাধার কোন লক্ষণ তারা পায়নি। এরপরও অস্ট্রিয়া, এস্টোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া ও লুক্সেমবার্গসহ ইউরোপীয় বেশ কয়েকটি দেশ ভ্যাকসিনটির দুটি ব্যাচের প্রয়োগ বাতিল করেছে।
ডেনমার্কের স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ১৪ দিন ভ্যাকসিনটি প্রয়োগ স্থগিত রাখছেন।
নরওয়ের সরকারি স্বাস্থ্য ইন্সটিটিউট জানিয়েছে, ডেনমার্কের মতোই তারা ভ্যাকসিনের প্রয়োগ স্থগিত রাখবে। দেশটির ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথের গেই বুখলম বলেন, ভ্যাকসিন ও রক্তের জমাট বাঁধার বিষয়ে আরও তথ্যের জন্য আমরা অপেক্ষা করছি।
যদিও অ্যাস্ট্রাজেনেকাও বলছে, ব্যাপক ভিত্তিক ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে এই টিকার নিরাপত্তা সম্পর্কে সমীক্ষা করা হয়েছে।
মতামত দিন