Thursday, April 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

ইস্তাম্বুলে ব্যস্ত সড়কে বিস্ফোরণে নিহত ৪

ইস্তাম্বুলের জনপ্রিয় ইস্তিকলাল অ্যাভিনিউতে বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে, বিস্ফোরণের কারণ জানা যায়নি

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ১০:৩০ পিএম

তুরস্কের ইস্তাম্বুলে ব্যস্ততম পদচারি সড়কে বিস্ফোরণে চারজন নিহত ও ৩৮ জন আহত হয়েছেন।

ইস্তাম্বুলের গভর্নরের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়, ইস্তাম্বুলের জনপ্রিয় ইস্তিকলাল অ্যাভিনিউতে বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে। বিস্ফোরণের কারণ জানা যায়নি।

এতে বলা হয়, ইস্তাম্বুলের গভর্নর আলী ইয়ারলিকায়া টুইটার পোস্টে মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘‘স্থানীয় সময় রবিবার বিকেল ৪টা ২০ মিনিটে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।”

‘‘প্রাথমিক তথ্যানুযায়ী বিস্ফোরণে চারজন নিহত এবং ৩৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে।”

বিবিসি অবশ্য ছয়জন নিহত ও ৫৩ জন আহত হওয়ার খবর দিয়েছে।

রয়টার্সের একজন প্রতিনিধি তাকসিন স্কয়ারের কাছে একটি হেলিকপ্টার উড়তে এবং অনেকগুলো অ্যাম্বুলেন্স যেতে দেখেছেন বলেও জানিয়েছেন।

ইস্তিকলালে একটি রেস্তোরাঁর কর্মী মেহমেত আকুস বলেন, ‘‘বিস্ফোরণের শব্দ শুনে আমি আতঙ্কিত হয়ে পড়েছিলাম। লোকজন ভয়ে জমে গিয়েছিল এবং একজন আরেকজনের মুখের দিকে তাকাচ্ছিল। তারপর লোকজন দৌড়ে পালাতে শুরু করে। এছাড়া আপনি আর কীবা করতে পারতেন।

‘‘আমার স্বজনরা আমাকে ফোন করেছেন। তারা জানেন আমি ইস্তিকলালে কাজ করি। আমি তাদের আস্বস্ত করেছি।”

কাছের কাসিমপাশা পুলিশ স্টেশন থেকে রয়টার্সকে বলা হয়েছে, তাদের সব কর্মী ঘটনাস্থলে গেছেন। আর কোনো তথ্য তারা দিতে পারেননি।

তুর্কি রেড ক্রিসেন্ট জানিয়েছে, ‘‘আহতদের কাছাকাছি হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।”

বিস্ফোরণের প্রায় এক ঘন্টা পরে তুরস্কের আরটিইউকে নিয়ন্ত্রক মিডিয়ার সরাসরি সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করে।

মেয়র একরেম ইমামোগলু টুইটারে বলেছেন, ‘‘ইস্তিকলাল অ্যাভিনিউতে বিস্ফোরণে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা।”

About

Popular Links