Monday, May 20, 2024

সেকশন

English
Dhaka Tribune

দিল্লিতে সংঘর্ষে গোয়েন্দা বিভাগের কর্মীকে পিটিয়ে হত্যা

প্রসঙ্গত, ২৩ ফেব্রুয়ারি থেকে উত্তর-পূর্ব দিল্লিতে সিএএ নিয়ে সংঘর্ষে  এ পর্যন্ত নিহত হয়েছেন ২০ জন

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৩:০৫ পিএম

ভারতের রাজধানীতে দিল্লিতে সংশোধিত নাগরিক আইন (সিএএ) নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে নিহত হয়েছেন অঙ্কিত শর্মা নামে ভারতীয় গোয়েন্দা সংস্থার এক কর্মচারী।

 মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন তিনি। এসময় চাঁদবাগ এলাকায় তাকে হত্যা করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

জানা গেছে, নিহত ওই কর্মচারী দেশটির গোয়েন্দা বিভাগের একজন গাড়িচালক  হিসেবে প্রশিক্ষণ নিচ্ছিলেন।

নিহতের বাবা রবীন্দ্র শর্মার অভিযোগ,  আম আদমি পার্টির নেতারা পিটিয়ে হত্যা করে অঙ্কিতকে। এরপর তার মরদেহ নর্দমায় ফেলে দেয় বলেও জানান তিনি। রবীন্দ্র শর্মা নিজেও গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন।

 প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি থেকে উত্তর-পূর্ব দিল্লিতে সিএএ’র পক্ষে-বিপক্ষে সংঘর্ষ চলছে। বুধবার পর্যন্ত দুইপক্ষের এ সংঘর্ষে নিহত হয়েছেন ২০ জন। এছাড়া দেড় শতাধিক ব্যক্তি এ ঘটনায় আহত হয়েছেন।

 

About

Popular Links