Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

পেঁয়াজ রফতানির নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত

সেপ্টেম্বরে বাংলাদেশসহ অন্য দেশগুলোতে পেঁয়াজের রফতানির ওপর নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫৯ পিএম

পেঁয়াজ রফতানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত সরকার। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দেশটির খাদ্যমন্ত্রী রাম বিলাস পাসওয়ান এ তথ্য জানিয়েছেন। 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, দেশটিতে চলতি মৌসুমে পেঁয়াজের উচ্চ ফলনের কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে রাম বিলাস পাসওয়ান লেখেন, "পেঁয়াজের দাম স্থিতিশীল হওয়া এবং ফসলটির বাম্পার ফলনের কারণে সরকার এটি রফতানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।"

গত বছরের শেষের দিকে ভারতের বিভিন্ন রাজ্যে বন্যার কারণে ফলন ক্ষতিগ্রস্থ হওয়ায় স্থানীয় বাজারগুলোতে পেঁয়াজের দাম আকাশচুম্বী হয়ে যায়। এর জের ধরে সে বছরের সেপ্টেম্বরে বাংলাদেশসহ অন্য দেশগুলোতে পেঁয়াজের রফতানির ওপর নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার।

About

Popular Links