Friday, March 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

মমতা: দিল্লিতে রাষ্ট্রনিয়ন্ত্রিত গণহত্যা হয়েছে

‘গত কয়েকদিন ধরে দিল্লির মাটিতে যেভাবে মানুষ হত্যা হয়েছে এটা পরিকল্পিত গণহত্যা। পরে একে দাঙ্গার চেহারা দেওয়া হয়েছে’

আপডেট : ০২ মার্চ ২০২০, ০৫:৫৯ পিএম

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিল্লির সাম্প্রতিক সহিংসতাকে “পরিকল্পিত গণহত্যা” বলে দাবি করেছেন।

সোমবার (২ মার্চ) নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে “বাংলার গর্ব মমতা” নামে এক কর্মসূচি ঘোষণা করেন তিনি।  সেখানেই এই মন্তব্য করেন।

মমতা বলেন, “আমরা ধ্বিকার জানাই দিল্লিতে যা ঘটেছে। উস্কানি যারা দিয়েছেন, তাদের গ্রেফতার করা হয়নি কেন? ওখানে (দিল্লিতে) পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখেছে। বিজেপি এরপরেও ক্ষমা চায়নি। দিল্লিতে ‘গুজরাট মডেল’ প্রয়োগ করা হয়েছে। সেখানে রাষ্ট্রনিয়ন্ত্রিত গণহত্যা হয়েছে। গত কয়েকদিন ধরে দিল্লির মাটিতে যেভাবে মানুষ হত্যা হয়েছে এটা পরিকল্পিত গণহত্যা। পরে একে দাঙ্গার চেহারা দেওয়া হয়েছে।” 

তিনি বলেন, “আমি কেন গণহত্যা বলছি? কারণ পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। দেশের সম্মান তলিয়ে দিয়েছে এই সরকার। যারা দিল্লির মতো একটা ছোট জায়গা সামলাতে পারে না, তারা কীভাবে দেশ সামলাবে?”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “এদেশ থেকে স্বৈরাচারী সরকার বিদায় না নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

   

About

Popular Links

x