Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস: ফ্রান্সে একদিনেই আক্রান্ত ৮০০ জন

শনিবার পর্যন্ত বিশ্বব্যাপী ১ লাখ ৪৫ হাজার ৮১০ জন এ রোগে আক্রান্ত হয়েছেন, তবে এদের মধ্যে ৭২ হাজার ৫৩১ জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন

আপডেট : ১৪ মার্চ ২০২০, ১০:০৮ এএম

ফ্রান্সে চীন থেকে উৎপত্তি হওয়া নভেল করোনাভাইরাস সৃষ্ট কোভিড-১৯ রোগে একদিনে নতুন করে ৮০০ জন আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (১৪ মার্চ) দেশটির স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ার ভেরান এ তথ্য দেন।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, এর বেশ কিছুদিন আগে দেশটিতে একদিনে ২০০ জন ব্যক্তি এ ভাইরাসে আক্রান্ত হন।

দেশটির জনস হপকিনস বিশ্ববিদ্যালয় ও স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী বর্তমানে দেশটিতে ৩,৬৬১ জন ব্যক্তি এ রোগে আক্রান্ত হয়েছেন, ৭৯ জন মারা গেছেন।

ওয়ার্ল্ডওমিটার্সের তথ্যানুসারে, শনিবার পর্যন্ত এ রোগে বিশ্বব্যাপী ১ লাখ ৪৫ হাজার ৮১০ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৭২ হাজার ৫৩১ জন (মোট আক্রান্তের ৯৪ শতাংশ) পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। এছাড়া ৬৭ হাজার ৮৪৩ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশসহ বিশ্বের ১৪৫টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।

 

About

Popular Links