Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

স্পেনে ২৪ ঘণ্টায় করোনায় ৮৩৮ জনের মৃত্যু

স্পেনে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ৭৯৭ জন 

আপডেট : ২৯ মার্চ ২০২০, ১০:৩৪ পিএম

স্পেনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৮৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৫২৮ জনে। রবিবার (২৯ মার্চ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া উপাত্ত থেকে এ কথা জানা গেছে।

এদিকে স্পেনে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ৭৯৭ জন। বিশ্বে করোনায় পর্যুদস্ত ইতালির পরেই স্পেনের অবস্থান। তবে আশার কথা দেশটিতে কোভিড ১৯ আক্রান্ত ১৪ হাজার ৭০৯ জন সুস্থ হয়েছে। এ সুস্থতার হার গত ২৪ ঘণ্টায় পূর্বের চেয়ে ১৯ দশমিক ৭ শতাংশ বেশি।

ইতালির মতো স্পেনেও মহামারী করোনাভাইরাস ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানশেজ বলেছেন, জরুরি নয় এমন অর্থনৈতিক কাজকর্মের সঙ্গে জড়িতদের অবশ্যই বাড়িতে অবস্থান করতে হবে।

About

Popular Links