ভারতের রাজধানী দিল্লির একটি মসজিদে ধর্মীয় সমাবেশ থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে সাতজনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে ২৪ জনের দেহে এ রোগটি সংক্রমিত হয়েছে। এনডিটিভি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিহতদের মধ্যে তেলেঙ্গানা রাজ্যের ৬ জন ও শ্রীনগরের এক ইমাম মারা গেছেন।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, গত ১ থেকে ১৫ মার্চের মধ্যে দিল্লির মারকাজ নিজামুদ্দিন নামে ১০০ বছরেরও পুরোনো ঐতিহ্যবাহী ওই মসজিদে অন্তত ২ হাজার মানুষের সমাগম হয়েছিল। শুধু ভারত নয়, সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কিরগিজিস্তান থেকেও বিভিন্ন মানুষজন এসে ওই ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন।
গত ২৪ মার্চ করোনাভাইরাসের কারণে দেশটিতে ২১ দিনব্যাপী লকডাউন ঘোষণা করা হলেও ১৪,০০০ জনেরও বেশি মানুষ ওই মসজিদেই অংশ নেয়।
এরপর মসজিদটি সিল করার সিদ্ধান্ত নেওয়া হয়, পাশাপাশি তবলিগ-ই-জামাতের থেকে কমপক্ষে ৮৫০ জনকে অন্য একটি জায়গায় কোয়ারান্টাইন করে রাখা হয় বলেও ওই প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।
এদের মধ্যে ২০০ জনের শরীরের নমুনা সংগ্রহ করে করোনা সংক্রমণ হয়েছে কিনা তা পরীক্ষা করতে পাঠানো হলে ২৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। সংক্রমিতদের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করছে দিল্লি সরকার।