বিশ্বব্যাপী করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগ মহামারি আকার ধারণ করায়, সারাবিশ্ব আতঙ্কিত। লকডাউন করে রাখা হয়েছে বিশ্বের বেশিরভাগ শহরই। ২৪দিনের জন্য লকডাউন করে রাখা হয়েছে ভারতও।
এসময় এ সংকটময় মুহূর্তে বাড়ি ফিরতে এক অভিনব পদ্ধতির আশ্রয় নিয়েছেন দেশটির জম্মু-কাশ্মীরের বাসিন্দা হাকাম দিন। বাড়ি ফেরার জন্য নিজের ভুয়া ডেথ সার্টিফিকেট (মৃত্যু সনদপত্র) তৈরি করে আলোচনায় এসেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, গত সপ্তাহে অসুস্থ হয়ে সরকারি একটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ওই ব্যক্তি। চিকিৎসার পর সুস্থ হলেও লকডাউনের কারণে বাড়ি ফিরতে পারছিলেন না তিনি। এজন্যই ডেথ সার্টিফিকেট তৈরি করেন হাকাম।
পরে মৃত সেজে ডেথ সার্টিফিকেট নিয়ে অ্যাম্বুলেন্সে করে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। তবে মাঝপথে তিনজন পুলিশ অ্যাম্বুলেন্সটি আটকালে বেরিয়ে পড়ে প্রকৃত সত্য। সেখান থেকেই মৃত সেজে থাকা ওই ব্যক্তিসহ আরও তিনজনকে গ্রেফতার করে পুলিশ। আপাতত তাদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে ওই প্রতিবেদনটিতে জানানো হয়েছে।