Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

এবার করোনাভাইরাসে আক্রান্ত হলো চিড়িয়াখানার বাঘ

চিড়িয়াখানার এক কর্মচারীর মাধ্যমে বাঘটি আক্রান্ত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে

আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ১২:০৬ পিএম

যুক্তরাষ্ট্রের ব্রঙ্কস চিড়িয়াখানার একটি বাঘের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে, যা দেশটির কোনো প্রাণীর মধ্যে বা অন্য যেকোনো স্থানে বাঘের শরীরে প্রথমবারের মতো করোনা সংক্রমণের ঘটনা।

যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্মকর্তারা এবং চিড়িয়াখানা কর্তৃপক্ষ রবিবার (৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে দ্য গার্ডিয়ান-এর একটি খবরে বলা হয়।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, নাদিয়া নামে ৪ বছর বয়সী একটি মালায়ান বাঘসহ অন্য আরও ৬টি বাঘ ও সিংহ অসুস্থ হয়ে পড়েছে। চিড়িয়াখানার এক কর্মচারীর মাধ্যমে বাঘ ও সিংহগুলো আক্রান্ত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর গত ১৬ মার্চ নিউইয়র্কে অবস্থিত ওই চিড়িয়াখানাটি বন্ধ ঘোষণা করা হয়। এরপর ২৭ মার্চ প্রথম একটি বাঘের মধ্যে করোনাভাইরাসের লক্ষণ দেখা দেয়।

এ ঘটনায় কর্তৃপক্ষ স্তম্ভিত হয়ে পড়েছে উল্লেখ করে চিড়িয়াখানাটির পরিচালক জিম ব্রেহেনি বলেন, “এটি অবিশ্বাস্য।”

About

Popular Links