যুক্তরাষ্ট্রে শুক্রবার (২৪ এপ্রিল) থেকে রোজা শুরু হচ্ছে। বৃহস্পতিবার দেশটিতে প্রথম তারাবির নামাজ অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে বিশ্বের অন্য দেশের মতো যুক্তরাষ্ট্রেও তারাবির নামাজের ক্ষেত্রে সামাজিক দূরত্ব মেনে চলা হবে। সেখানে ২৩ এপ্রিল তারাবির নামাজ শুরু হবে বলে ঘোষণা দেওয়া হলেও কাউকে মসজিদে আমন্ত্রণ জানানো হয়নি।
এদিকে বাংলাদেশে পবিত্র রমজানের দিনক্ষণ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকটি হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কাল চাঁদ দেখা গেলে বাংলাদেশে ২৫ এপ্রিল রোজা শুরু হবে।