Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের দাবি: সূর্যের আলোতে করোনাভাইরাস দ্রুত ধ্বংস হয়

সূর্যের অতিবেগুণী রশ্মি ভাইরাসের দেহের মূল উপাদানকে ধ্বংস করতে সক্ষম

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ০৩:৫৭ পিএম

বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর জন্য দায়ী করোনাভাইরাসটি সূর্যের আলোতে দ্রুত ধ্বংস হয় বলে দাবি করেছেন একদল মার্কিন বিজ্ঞানী। বৃহস্পতিবার (২৩ এপ্রিল)এমন তথ্য জানান যুক্তরাষ্ট্রের একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা।

তবে গবেষণাটি এখনও জনসম্মুখে প্রকাশ করা হয়নি এবং এটির বাহ্যিক মূল্যায়নও বাকি।

মার্কিন সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা উইলিয়াম ব্র্যায়ান সাংবাদিকদের বলেন, ভাইরাসটির ওপর অতিবেগুণী রশ্মির সম্ভাব্য প্রভাব রয়েছে। আশা করা যায় এই গরমে এর সংক্রমণ কমবে।

তিনি বলেন, “আমরা পর্যবেক্ষণ করে দেখেছি সূর্যের আলো ভূ-পৃষ্ঠ এবং বাতাস উভয় জায়গাতে থাকা ভাইরাসকেই মারতে সক্ষম।”

“তাপমাত্রা এবং জলীয় বাষ্পের তারতম্যও ভাইরাসটির ওপর প্রভাব ফেলে বলে আমরা দেখেছি। এই দু’টি জিনিসের মাত্রা বেড়ে গেলে তা ভাইরাসটির জন্য সহনীয় নয়।”

তবে এই গবেষণাপত্রটি এখনও প্রকাশিত না হওয়ায় এর পূণর্মূল্যায়ন করা সম্ভব হয়নি। তাই বিশ্বের অন্যান্য জায়গার বিশেষজ্ঞরাও এ বিষয়ে কিছুই জানাতে পারেননি।

তবে সূর্যের অতিবেগুণী রশ্মি ভাইরাসের দেহের মূল উপাদানকে ধ্বংস করতে সক্ষম।

About

Popular Links