Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস: মালদ্বীপে আক্রান্তদের ৪৭% প্রবাসী বাংলাদেশি

দেশটিতে মালদ্বীপের নাগরিকদের চাইতে প্রবাসী বাংলাদেশিদের আক্রান্তের সংখ্যা বেশি

আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ০১:০৯ পিএম

মালদ্বীপে করোনাভাইরাস আক্রান্তদের ৪৭% বাংলাদেশি প্রবাসী। মঙ্গলবার (২৮ এপ্রিল) দ্বীপ দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। দেশটিতে আক্রান্তের হার মালদ্বীপের নাগরিকদের চাইতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বেশি।

বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার পর্যন্ত মালদ্বীপে মোট ২৪৫ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১১৫ জন প্রবাসী বাংলাদেশি রয়েছেন। যা মোট আক্রান্তের ৪৬.৯৪%। অন্যদিকে ৯৪ জন মালদ্বীপের নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, আক্রান্ত ১১৫ বাংলাদেশির মধ্যে একজন নারী রয়েছেন। আক্রান্তদের অধিকাংশের বয়স ৩১-৪০ বছরের মধ্যে। গত ১৭ এপ্রিল মালদ্বীপে প্রথম কোনও প্রবাসী বাংলাদেশির শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। ৬ এপ্রিল দেশটিতে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়।

তবে, দ্বীপ দেশটিতে এখনও পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৭ জন। বর্তমানে চিকিৎসাধীন ২২৮ রোগীর মধ্যে একজনকে হাসপাতালে নেয়া হয়েছে।

About

Popular Links