Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

আইএলও: করোনাভাইরাসে বিশ্বে কর্মহীন হবে ১৫০ কোটি মানুষ

আইএলও আরও হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, বিকল্প কর্মসংস্থান বা আয়ের সুযোগ না থাকলে এই কর্মীরা ও তাদের পরিবারের বেঁচে থাকাই কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে

আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ০৮:২৭ পিএম

করোনাভাইরাসে বিশ্বে কাজ হারাতে যাচ্ছে প্রায় অর্ধশতাধিক কোটি মানুষ। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) সতর্ক করে দিয়ে বলেছে যে বিশ্বব্যাপী যত মানুষ শ্রমবাজারে যুক্ত আছে, এই মহামারির কারণে তাদের প্রায় অর্ধেক জীবিকা হারানোর ঝুঁকিতে রয়েছে। আর চাকরি হারানোর ঝুঁকিতে থাকা এই সংখ্যাটি প্রায় ১৫০ কোটি।

এক প্রতিবেদনে এমনটিই জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

আইএলও জানায়, বিশ্বের যেসব মানুষ অনানুষ্ঠানিক ব্যবস্থার মাধ্যমে জীবিকা নির্বাহ করে তারাই বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে।

একইসাথে সংস্থাটির মতে, খুচরা ব্যবসা ও খাদ্যসেবা খাতের সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরাই করোনাভাইরাস মহামারির ফলে আরোপিত লকডাউনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভবিষ্যতেও হবে।

আইএলও আরও হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, বিকল্প কর্মসংস্থান বা আয়ের সুযোগ না থাকলে এই কর্মীরা ও তাদের পরিবারের বেঁচে থাকাই কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে।

   

About

Popular Links

x