ভারতের উত্তর প্রদেশ রাজ্যে বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়ায় স্ত্রীর নাক কামড়ে ছিঁড়ে দিয়েছেন এক ব্যক্তি। রবিবার (৩ মে) রাজ্যের লক্ষ্মীপুর জেলার মুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা আইএএনএস জানায়, সরোজিনী দেবী নামের ওই নারী তার স্বামী মুলচাঁদের থেকে ছয় মাস ধরে আলাদা বসবাস করছিলেন। গত বুধবার তিনি গ্রামের প্রধানের পরামর্শে বাসায় ফিরে যান। পরে রবিবার স্বামী-স্ত্রীর মধ্যে আবারো ঝগড়া হয়। এর জের ধরে বাড়ি ছেড়ে আবার চলে যাওয়ার হুমকি দেন সরোজিনী। এমন বক্তব্যে ক্ষিপ্ত হয়ে স্ত্রীর নাক কামড়ে ছিঁড়ে নেন মুলচাঁদ। এ ঘটনায় নিমগাঁ থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ কর্মকর্তা রাজকুমার জানান, অভিযুক্তকে শিগগিরই গ্রেফতার করা হবে। ভুক্তভোগী নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা স্বাভাবিক আছে।