করোনাভোইরাস মহামারি রোধে গৃহীত পদক্ষেপ লঙ্ঘনে কঠোর শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করেছে কাতার৷ আগামী রবিবার (২৪ মে) থেকে কেউ মাস্ক ছাড়া বাড়ির বাইরে বা পাবলিক প্লেসে বের হলে তাকে তিনবছর পর্যন্ত কারাবাস করতে হতে পারে৷
করোনাভাইরাসের সংক্রমণ রোধে নেওয়া বিশ্বব্যাপী বিভিন্ন পদক্ষেপের মধ্যে কাতারের এই শাস্তিই সবচেয়ে কঠিন৷ তিনবছর পর্যন্ত কারাদণ্ড এবং ৫৫ হাজার ডলার পর্যন্ত জরিমানা৷ কঠোর এই পদক্ষেপটি যদিও গবেষকদের ভেতর ইতোমধ্যেই বেশ বিতর্ক জন্ম দিয়েছে৷
বিশ্বের সবচেয়ে বেশি সংক্রমণের হারের সাথে লড়াই করছে মরুভূমি রাষ্ট্র৷ ক্ষুদ্র উপসাগরীয় রাষ্ট্রে ৩০ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত অর্থাৎ, প্রায় ২ কোটি ৭৫ লাখ বাসিন্দার মধ্যে শতকরা ১.১ ভাগ আক্রান্ত করোনাভাইরাসে৷ যদিও করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা কাতারে এপর্যন্ত মাত্র ১৫জন৷
করোনাভাইরাস বিস্তার রোধে কাতারের মসজিদ, স্কুল, শপিংমল ও রেস্তোরাঁ বন্ধ৷ তবে ২০২২ সালের বিশ্বকাপের জন্য ৭টি নতুন স্টেডিয়াম নির্মাণের কাজ চলছে৷ তারমধ্যে তিনটি স্টেডিয়ামের নির্মাণকাজে অংশগ্রহণকারী শ্রমিকেরাও করোনাভাইরাসে সংক্রমিত বলে জানা গিয়েছে৷