করোনাভাইরাস মহামারিতে বৃহস্পতিবার (২১ মে) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ২৯ হাজার ৭৩১ জনে।
ওয়ার্ল্ডোমিটারের দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ লাখ ৮৫ হাজার ৫০৪ জনে। আক্রান্ত ও মৃত্যুর পাশাপাশি এপর্যন্ত সারাবিশ্বে কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ২০ লাখ ২১ হাজার ৬৬৬ জন, যা মোট রোগীর ৮৬ শতাংশ।
বর্তমানে ২৭ লাখ ৩৪ হাজার ১০৭ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের মধ্যে ৪৫ হাজার ৮০২ জনের অবস্থা গুরুতর।
গতবছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
উল্লেখ্য, গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে “মহামারি” ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বাংলাদেশে বুধবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৮৬ জনের মৃত্যু হয়েছে। একইসাথে আক্রান্ত হয়েছেন ২৬,৭৩৮ জন।