Monday, March 24, 2025

সেকশন

English
Dhaka Tribune

মেক্সিকোয় আবারও সাংবাদিক হত্যা

চলতি বছরে ১৮ সাংবাদিককে হত্যা করা হয়েছে মেক্সিকোতে।

আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ০৮:৩২ পিএম

আবারও মেক্সিকোতে সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে। এবার দেশটির পর্যটন নগরী কানকুনে এক টেলিভিশন সাংবাদিককে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়টি নিহত সাংবাদিকের অফিস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। 

বার্তা সংস্থা এএফপি-এর বরাতে জানা গেছে, চলতি বছর ১৮ সাংবাদিককে হত্যা করা হয়েছে মেক্সিকোতে। নিহতদের সাংবাদিকদের সবাই দেশটিতে পেশাগত দায়িত্বে ছিলেন।

নিহত সাংবাদিক জ্যাভিয়ার এনরিক রদ্রিগুয়েজ ভালাদারেস নামের চ্যানেল ১০-এর ক্যামেরাম্যান ও সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। এনরিকের অফিস থেকে জানানো হয়েছে, তার পরিবার তার মৃত্যু নিশ্চিত করেছেন।

কানকুনের সংবাদমাধ্যমগুলোতে জানানো হয়েছে, নগরীর মধ্যাঞ্চলে অপর এক ব্যক্তির সাথে হেঁটে যাবার সময় এনরিককে গুলি করে হত্যা করা হয়। কানকুন এলাকাটি পর্যটন কেন্দ্র থেকে খুব একটা দূরে নয় বলেই জানিয়েছে এএফপি। বিষয়টি প্রসঙ্গে স্থানীয় কর্মকর্তারা এখনো কিছু জানাননি। চলতি বছরে এই নিয়ে ভালাদারেসসহ দুই জন সাংবাদিক সহিংস হামলায় নিহত হলেন। 

উল্লেখ্য, ২০১৭ সালে পেশাগত দায়িত্ব পালনকালে মেক্সিকোতে ১১ সাংবাদিক নিহত হন।


   

About

Popular Links

x