Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস: বিশ্বে মৃত ৩ লাখ ৫৫ হাজার ৬৫৩, আক্রান্ত ৫৬ লাখ

এদিকে, জন হপকিন্স করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে মৃত্যু এক লাখ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৯৯ হাজার ৯৩৩ জনে

আপডেট : ২৮ মে ২০২০, ১১:৫৭ এএম

করোনাভাইরাস মহামারিতে বৃহস্পতিবার (২৮ মে) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৫৫ হাজার ৬৫৩ জনে। এছাড়া বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৬ লাখ ৯১ হাজার ৭৯০ জনে দাঁড়িয়েছে।

এদিকে, জন হপকিন্স করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে মৃত্যু এক লাখ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৯৯ হাজার ৯৩৩ জনে। গত ২১ জানুয়ারি ওয়াশিংটনে প্রথম করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে।

জন হপকিন্সের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে পর সংক্রমণের দিকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল। দেশটিতে আক্রান্ত ৪ লাখ ১১ হাজার ৮২১ জন। মৃত্যুবরণ করেছেন ২৫ হাজার ৫৯৮ জন।

যুক্তরাজ্যে দ্বিতীয় সর্বাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মারা গেছেন ৩৭ হাজার ৫৪২ জন। এরপরেই ইতালিতে ৩৩ হাজার ৭২, ফ্রান্সে ২৮ হাজার ৫৯৯ ও স্পেনে ২৭ হাজার ১১৭ জন মারা গেছেন।

গতবছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এপর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস।

উল্লেখ্য, গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

 

About

Popular Links