Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

ভিডিও : সৌদি রাষ্ট্রীয় আইনজীবি ভবনে অগ্নিকাণ্ড

অগ্নিকাণ্ডে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১০:২৫ পিএম

সৌদি আরবের দাম্মাম শহরে অবস্থিত রাষ্ট্রীয় আইনজীবি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইতোমধ্যেই ঘটনাস্থলটির বিভিন্ন ভিডিও ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়েছে। 

আরটি ডটকম সৌদি সংবাদমাধ্যম আল এরাবিয়ার বরাত দিয়ে জানিয়েছে, আগুন নেভাতে দমকল বাহিনীর ২০ জনেরও বেশি অগ্নিনির্বাপক কর্মী কাজ করছেন। অনলাইনে পোস্ট হওয়া ভিডিওগুলোতে দেখা গেছে, সম্পূর্ণ ভবনটিতেই আগুন ছড়িয়ে পড়েছে এবং ঘটনাস্থলে কালো ধোঁয়া দেখা যাচ্ছে।


ইতোমধ্যেই সৌদি যুবরাজ প্রিন্স সাউদ বিন নায়েফ বিন আব্দুল আজিজ ঘটনাটির তদন্ত করার জন্য কমিটি গঠণের নির্দেশ দিয়েছেন।


এদিকে, রাষ্ট্রীয় আইনজীবি কার্যালয়ের তরফ থেকে জানানো হয়েছে, এই অগ্নিকাণ্ডে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। এ ছাড়াও তারা জানিয়েছে, অগ্নিকাণ্ডের সূত্রপাত ভবনটির উপরের তলা থেকে, ভবনের এয়ার কন্ডিশনিং ইউনিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। 


About

Popular Links