Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৪ লাখ ছাড়ালো

দেশটিতে এখনও পর্যন্ত ১৩ হাজারেরও বেশি মানুষ এ ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন

আপডেট : ২১ জুন ২০২০, ০৪:৪৬ পিএম

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ১২ হাজার ৭৮৮ জনে।

রবিবার (২১ জুন) সকাল পর্যন্ত একদিনেই দেশটিতে ১৫ হাজার ৪১৩ জন সংক্রমিত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সংক্রমণের দিক থেকে দেশটির ইতিহাসে ২৪ ঘণ্টায় এটিই সর্বোচ্চ।

এনডিটিভি জানিয়েছে, দেশটিতে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত ১৩ হাজার ২৯০ জন মারা গেছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায়ই দেশটিতে ৩০৬ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত প্রায় ২ লাখ ২৭ হাজার মানুষ সুস্থ হয়েছেন। মোট শনাক্তের তুলনায় সুস্থতার হার ৫৫.৪৮%।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়েরর পক্ষ থেকে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় একদিনে ১ লাখ ৯০ হাজার মানুষের নমুনা পরীক্ষা হয়েছে। এছাড়া গত তিন মাসে মোট ৬৮ লাখ মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে,  সর্বাধিক করোনাভাইরাস রোগী আছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি এবং গুজরাট-এ চারটি রাজ্যে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র।এখনও পর্যন্ত সেখানে ১ লাখ ২৪ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন এ ভাইরাসে এবং মারা গেছেন ৫ হাজার ৮৯৩ জন রোগী।

About

Popular Links