Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

স্ত্রীকে অপমানের প্রতিশোধ নিতেই লিঁয়াজো অফিস উড়িয়ে দেন কিম

৩১ মে একটি বেলুনে লিফলেটের সঙ্গে কিছু নোংরা ছবি আসে। ছবিগুলো কিমের স্ত্রী রি সুল জুর

আপডেট : ০২ জুলাই ২০২০, ০৮:৩৯ পিএম

গত ১৬ জুন হঠাৎই বোমা মেরে দুই কোরিয়ার লিঁয়াজো অফিস উড়িয়ে দিয়েছিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। এতে দুই কোরিয়ার মধ্যে সামরিক উত্তেজনা দেখা দেয়, হইচই পড়ে যায় আন্তর্জাতিক রাজনীতিতে। 

এতদিন পর নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানা গেলো, কেন সেদিন বোমা মেরে লিঁয়াজো অফিস উড়িয়ে দিয়েছিলেন কিম।

দুই কোরিয়ার যুদ্ধ শেষ হওয়ার পর একে অপরের বিরুদ্ধে প্রচারণার জন্য প্রোপাগান্ডা লেখা লিফলেট বা ব্যানার বিশাল বেলুনে বেধে তা উড়িয়ে দেওয়া হতো সীমান্তবর্তী গ্রামগুলোতে। কিন্তু দুই কোরিয়ার জাতীয়তাবাদী নাগরিকেরা প্রায়ই এ কাজটি করে থাকেন। কিন্তু গত ৩১ মে, দক্ষিণ কোরিয়া থেকে কিম জং উনের স্ত্রী রি সুল জুর কিছু নোংরা ছবি সম্বলিত একটি বেলুন আসে উত্তর কোরিয়ায়। এটি দেখেই ক্ষেপে যান কিম। তাই প্রতিশোধ ও সতর্কবার্তা হিসেবে দুই কোরিয়ার মধ্যে লিঁয়াজো অফিস বোমা মেরে উড়িয়ে দেন তিনি। 

এ বিষয়ে উত্তর কোরিয়ায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মাতসেগোরা জানান, ওইদিন একটি বেলুনে লিফলেটের সঙ্গে কিছু নোংরা ছবি আসে। ছবিগুলো কিমের স্ত্রী রি সুল জুর। ফটোশপে বানানো নোংরা ছবি দেখেই ক্ষেপে যান কিম। 

আলেকজান্ডার বলেন, বউকে অপমান করার প্রতিশোধ নিতেই গত ১৬ জুন লিয়াজোঁ অফিস বোমা মেরে উড়িয়ে দেন তিনি।

   

About

Popular Links

x