Tuesday, July 08, 2025

সেকশন

English
Dhaka Tribune

পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে তাজমহল

তবে এক্ষেত্রে দর্শনার্থীদের অবশ্যই সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে

আপডেট : ০৫ জুলাই ২০২০, ০৭:১২ পিএম

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে তিন মাসেরও বেশি বন্ধ থাকার ভারতের দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে  আগ্রার সপ্তদশ শতকের মোগল স্থাপত্য তাজমহল।

সোমবার (৬ জুলাই) থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে বলে দেশটির কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় থেকে এক টুইট বার্তায় এ কথা জানানো হয়।

তিনি বলেন, “আমি মন্ত্রণালয়ের কর্তাদের সঙ্গে এবং পুরাতত্ত্ব বিভাগের সঙ্গে কথা বলে ৬ জুলাই থেকে সব সৌধ খোলার সিদ্ধান্ত নিয়েছি।”

রয়টার্স জানিয়েছে, প্রতিদিন ৫,০০০ দর্শনার্থীরা দুই দলে ভাগ হয়ে প্রবেশ করতে পারবে, তবে এক্ষেত্রে দর্শনার্থীদের অবশ্যই সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে এবং সবসময় মাস্কও পরে থাকতে হবে। এছাড়া কোনভাবেই মার্বেলের মেঝে বা দেয়াল স্পর্শ করা যাবে না।

গত ১৭ মার্চ করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে সকল দর্শনীয় স্থান বন্ধের ঘোষণা দেওয়া হয়।

প্রসঙ্গত, ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪,৮৫০ জন।একইসময়ে দেশটিতে  ৬১৩ জনের মৃত্যু হয়েছে  প্রাণঘাতী এ ভাইরাসে। ফলে  এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬,৭৩,১৬৫ জনে। অপরদিকে মোট মৃতের সংখ্যা ১৯,২৬৮ জন।

   
Banner

About

Popular Links

x