Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৫ লাখ ছাড়ালো

প্রাণঘাতী এ ভাইরাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৪৮৭ জনের

আপডেট : ০৭ জুলাই ২০২০, ১২:২১ পিএম

মঙ্গলবার (৭ জুলাই) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৫ লাখ ছাড়িয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী প্রাণঘাতী এ ভাইরাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৪৮৭ জনের।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্থ যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২৯ লাখ ৩৫ হাজার ৭১৬ জন আক্রান্ত হয়েছেন। দেশটিতে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১ লাখ ৩০ হাজার ২৮৪ জনের।

সবচেয়ে বেশি আক্রান্তের তালিকায় এরপরেই রয়েছে ব্রাজিল। মঙ্গলবার পর্যন্ত ব্রাজিলে ১৬ লাখ ২৮ হাজার ২৮৪ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু বরণ করেছেন ৬৫ হাজার ৪৮৭ জন।

ব্রাজিলের পর এই তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৭ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ১৯ হাজার ৬৯৩ জনের।

সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে রাশিয়া দেশটিতে কোভিড-১৯ আক্রান্তের মোট সংখ্যা ৬ লাখ ৮৬ হাজার ৮৫২ জন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)।

   

About

Popular Links

x