Wednesday, March 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

এবার ‘রামের দখল’ চায় নেপাল!

‘আসল অযোধ্যা নেপালে। রাম ভারতীয় নন, তিনি নেপালি’

আপডেট : ১৪ জুলাই ২০২০, ০২:১৭ পিএম

ভারতের লিপুলেখ-কালাপানির এলাকার মালিকানা দাবির পর এবার হিন্দু দেবতা রামকে নিজেদের বলে দাবি করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সোমবার (১৩ জুলাই) কাঠমান্ডুর বালুওয়াতারে সরকারি বাসভবনে এমন দাবি করে তিনি। 

রামের জন্মভূমি অযোধ্যা নেপালে দাবি করে কেপি শর্মা ওলি বলেন, “আসল অযোধ্যা নেপালে। রাম ভারতীয় নন, তিনি নেপালি।”

তিনি আরও বলেন, “আমাদের সাংস্কৃতিকভাবে নিগৃহীত করা হয়েছে। সত্যটা দখল করা হয়েছে। আমরা এখনো বিশ্বাস করি যে, আমরা সীতাকে ভারতীয় রাজপুত্র রামের হাতে তুলে দিয়েছিলাম। আসলে আমরা তাকে অযোধ্যার রাজপুত্রের কাছে তুলে দিয়েছিলাম, ভারতের নয়। অযোধ্যা বীরগঞ্জ থেকে সামান্য পশ্চিমের একটি গ্রাম, এখন যে অযোধ্যা (ভারতে) সৃষ্টি করা হয়েছে সেটা না।”

সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস জানায়, এর আগে গত মাসে ভারত ও নেপালের মধ্যে বিতর্কিত কিছু এলাকা নিজেদের দাবি করে পার্লামেন্টে বিল পাস করে নেপাল। এ নিয়ে প্রতিবেশী দেশ ভারতে ক্ষোভের সৃষ্টি হয়। 

এরপর চলতি মাসে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বিরুদ্ধে অবমাননাকর খবর প্রচারের অভিযোগ তুলে দুরদর্শন বাদে ভারতের সবগুলো টেলিভিশন চ্যানেলের সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে নেপাল।

   

About

Popular Links

x