Friday, March 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

এবার ফ্রান্সে সিলেটের যুবককে হত্যা

জালাল কিছুদিন আগে ৭০০ ইউরো দিয়ে একটি মোবাইল ফোন কেনেন। ধারণা করা হচ্ছে, এই ফোনের কারণেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে থাকতে পারে

আপডেট : ২০ জুলাই ২০২০, ০৫:০৩ পিএম

ফ্রান্সের সারজি এলাকায় সিলেটের বিশ্বনাথের এক যুবক খুন হয়েছেন। নিহত জালাল (৩০) সিলেটের বিশ্বনাথ উপজেলার ধীতপুর গ্রামের আম্তর আলীর ছেলে। স্থানীয় সময় গত শনিবার (১৮ জুলাই) মধ্যরাতে তার রুমমেটরা মিলে তাকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

নিহতের বড় ভাই যুক্তরাজ্য প্রবাসী আহাজ মিয়া জানান, জালাল সারজিতে সরকারি একটি আবাসনে এক বাংলাদেশি ও দুই আফ্রিকান নাগরিকের সাথে বসবাস করতেন। শনিবার রাতে দুই আফ্রিকান তাকে হত্যা করেন। পরে প্যান্টের বেল্ট দিয়ে পালঙ্কের খুঁটির সাথে ঝুলিয়ে রাখে মৃতদেহ।

জালারের এক বন্ধুর কাছ থেকে জানা গিয়েছে, জালাল কিছুদিন আগে ৭০০ ইউরো দিয়ে একটি মোবাইল ফোন কেনেন এবং তার কাছে নগদ বেশ কিছু ইউরোও ছিল। ধারণা করা হচ্ছে, এই মোবাইল ফোনের কারণেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে থাকতে পারে।

জালালের মরদেহ বর্তমানে ফ্রান্স পুলিশ হেফাজতে রয়েছে এবং তার রুমের তিনজনকে পুলিশ ইতোমধ্যে গ্রেফতার করেছে।

   

About

Popular Links

x