ত্রিভুজ প্রেমের এক বিতর্কিত গল্প রীতিমতো “টক অব দ্য কান্ট্রিতে” পরিণত হয়েছে রাশিয়ায়। ৭৫ বছর বয়সী এক রুশ নারীর বিরুদ্ধে মেয়ের জামাইকে “কেড়ে নেওয়ার” অভিযোগ উঠেছে।
ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টার অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক ব্যক্তিকে পাওয়ার জন্য দ্বন্দ্ব শুরু হয়েছে ৭৫ বছর বয়সী গালিনা ঝুকোভস্কায়া ও তার ৫৬ বছর বয়সী মেয়ে এলেনা পোডগোর্নায়ার মধ্যে।
সেন্ট পিটার্সবার্গ শহরের বাসিন্দা গালিনার দাবি, বন্ধুত্বের সুবাদে ২০১০ সালে তিনি মেয়ের প্রাক্তন স্বামীকে বিয়ে করেন। কারণ, তার মেয়ে ওই ব্যক্তির সঙ্গে প্রতারণার পাশাপাশি পরিবার থেকে দূরে সরে যেতে চাপ দিচ্ছিলেন।
৭৫ বছর বয়সী ওই নারীর অভিযোগ, এখন তার মেয়ে প্রাক্তন স্বামীকে ফিরে পেতে বিভিন্ন উপায়ে চেষ্টা করে যাচ্ছে।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, নিজের মেয়েকে গালিনা “ভালোবাসা খুঁজে পেতে ব্যর্থ” বলে আখ্যায়িত করেছেন। পাশাপাশি মেয়েকে ঈর্ষাপরায়ণও বলেছেন তিনি।
তবে ওই ব্যক্তিকে আর মেয়ের কাছে ফিরে যেতে দেবেন না বলেও একটি রুশ গণমাধ্যমকে বলেছেন তিনি।