মিশরের রাজধানী কায়রোর একটি হোটেল থেকে ফাতেমা খান খুকী (৪৪) নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) কায়রোর পুলিশ তার মরদেহ উদ্ধার করে বলে জানা গেছে। নিউ ইয়র্ক ও নিউ জার্সির বাংলাদেশি কমিউনিটিতে অত্যন্ত সুপরিচিত ছিলেন পেশায় বিউটিশিয়ান এই নারী।
সাত দিন আগে তিনি ব্যক্তিগত ভ্রমণে কায়রোতে গিয়েছিলেন বলে জানা গেছে।
তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে দেশটির পুলিশ।
বিষয়টি জানাতে বাংলাদেশে থাকা খুকীর বোনকে ফোন করেছিল কায়রোর মার্কিন দূতাবাস।
নিহতের এক নিকটাত্মীয় জানান, কায়রোর পুলিশ বিষয়টি তদন্ত করছে। তার মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।