Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে

দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৪৩ হাজার ৮২০ জনে দাঁড়িয়েছে

আপডেট : ২৪ জুলাই ২০২০, ০২:১২ পিএম

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ৪০ লাখ ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসএসই) এ তথ্য জানিয়েছে।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বিকাল ৩টা ৪০ মিনিট পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ৫ হাজার ৪১৪ জনে দাঁড়িয়েছে।

এদিকে সিএসএসই’র তথ্য অনুসারে, এ রোগে সারা দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ১ লাখ ৪৩ হাজার ৮২০ জনে দাঁড়িয়েছে।

সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় ৪ লাখ ২১ হাজার ৮৫৭ জন আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রদেশ হিসেবে তা নিউইয়র্ককে ছাড়িয়ে গেছে।

সিএসএসই’র তথ্য অনুযায়ী, এক লাখেরও বেশি কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এমন রাজ্যের মধ্যে রয়েছে নিউইয়র্ক, ফ্লোরিডা, টেক্সাস, নিউ জার্সি, ইলিনয়, জর্জিয়া, অ্যারিজোনা, ম্যাসাচুসেটস, পেনসিলভেনিয়া, নর্থ ক্যারোলিনা এবং লুইসিয়ানা।

About

Popular Links