Thursday, June 20, 2024

সেকশন

English
Dhaka Tribune

ডব্লিওএইচও: করোনাভাইরাসের প্রকোপ দীর্ঘমেয়াদী হবে

বিশ্বে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে অন্তত ১ কোটি ৭৬ লাখ লোক এবং মারা গেছে অন্তত ছয় লাখ ৮০ হাজার জন

আপডেট : ০২ আগস্ট ২০২০, ০৩:১১ পিএম

করোনাভাইরাসের প্রকোপ সম্ভবত দীর্ঘদিন ধরেই চলবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) শনিবার (১ আগস্ট) হুঁশিয়ার করে এ কথা বলেছে।

আন্তর্জাতিক সতর্কতা জারির ছয়মাস পরে সংকট পূনর্মূল্যায়নে সংস্থার জরুরি কমিটির বৈঠকের পর ডব্লিওএইচও এ কথা বলেছে। সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, কমিটি কোভিড-১৯ মহামারির সম্ভাব্য দীর্ঘমেয়াদের ওপর গুরুত্বারোপ করেছে।

করোনাভাইরাস সংকট শুরুর পর কমিটি এ নিয়ে চতুর্থবারের মতো বৈঠকে বসে। গত ৩০ জানুয়ারি ডব্লিওএইচও তার সর্বোচ্চ সতর্কতা মাত্রা পাবলিক হেলথ ইমার্জেন্সি অব ইন্টারন্যাশনাল কনসার্ন (পিএইচইআইসি) ঘোষণা করে। এ ঘোষণার ছয়মাস পর জরুরি কমিটি শুক্রবার পরিস্থিতি পুনর্মূল্যয়ানে বৈঠকে বসে। বৈঠকের পর কমিটি বলছে, কোভিড-১৯ এর বৈশ্বিক ঝুঁকির স্তর অনেক বেশি হবে। 

সংস্থা প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস বলেছেন, মহামারি করোনাভাইরাসের প্রভাব হবে দীর্ঘমেয়াদী। তিনি বলেন, ছয়মাস আগে যখন পিএইচইআইসি ঘোষণা করি তখন বিশ্বজুড়ে করোনাভাইরাসে সংক্রমিত লোকের সংখ্যা ১০০ জনেরও কম ছিল এবং চীনের বাইরে কোনো লোক মারা যায়নি। এখন এটি শতাব্দীর সবচেয়ে বড় স্বাস্থ্য সংকট। এর প্রভাব দশকের পর দশক ধরে চলবে।

বিশ্বে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে অন্তত ১ কোটি ৭৬ লাখ লোক এবং মারা গেছে অন্তত ছয় লাখ ৮০ হাজার জন।

About

Popular Links