Monday, May 20, 2024

সেকশন

English
Dhaka Tribune

৬টি অজগরের সঙ্গে কিশোরীর ‘মধুর’ সম্পর্ক (ভিডিও)

একত্রে ৬টি বৃহদাকৃতির অজগর দেখলে পালিয়ে প্রাণ বাঁচানোর কথাই মনে হবে প্রথমে

আপডেট : ০৩ আগস্ট ২০২০, ০৬:২৬ পিএম

শখের বশে অথবা ভালোবেসে অনেকেই অনেক প্রাণী পুষে থাকেন। খুব কম হলেও সাপও পুষতে দেখা যায়। কিন্তু আশ্চর্যের বিষয় 

হলো ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের ১৪ বছর বয়সী কিশোরী চালওয়া ইসমাহ কামালের পোষ্য হলো অজগর। তাও একটি-দু'টি নয়। রীতিমতো দৈত্যাকৃতি ৬টি অজগর। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায় সাপগুলোর সঙ্গে তার ঘনিষ্ঠতা।

একত্রে ৬টি বৃহদাকৃতি অজগর দেখলে পালিয়ে প্রাণ বাঁচানোর কথাই মনে হবে প্রথমে। কারণ চোখের পলকে একজন প্রাপ্তবয়স্ক মানুষকে চোখের পলকে গিলে খেতে পারে একটি অজগর। কিন্তু ভিডিওতে দেখা যায়, চালওয়া ইসমাহ নিজের নিরাপত্তা নিয়ে মোটেই চিন্তিত নয়। নিশ্চিন্ত মনে সাপগুলোর সঙ্গে সময় কাটাচ্ছে সে।

ইন্দোনেশিয়ান একটি ওয়েব পোর্টালকে চালওয়া জানিয়েছে, ৪ বছর বয়স থেকে এই সাপগুলোর দেখাশোনা করে সে। আর এতে তার মধ্যে সামান্যতম ভীতি কাজ করে না।

তার মতে, অজগরগুলো যেহেতু বিষাক্ত নয় তাই তাদেরকে নিয়ে ভয় পাওয়ারও কিছু নেই। মানুষ সাপের কথা শুনলেই অযথা নেতিবাচক কথাবার্তা বলে।

শুধু চালওয়াই নয়, তার ছোটভাইও সাপগুলোর দেখাশোনা ও তাদের সঙ্গে খেলাধুলা করে।

দেখুন ভিডিও-


About

Popular Links