Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

কমলা হ্যারিসকে রানিং মেট হিসেবে বেছে নিলেন বাইডেন

প্রথম কোনো কৃষ্ণাঙ্গ নারী এবং প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান একটি রাজনৈতিক দল থেকে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হয়েছেন কমলা হ্যারিস

আপডেট : ১২ আগস্ট ২০২০, ০১:০৫ পিএম

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে নিজের রানিংমেট অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ক্যালিফোর্নিয়ার সিনেটর কমলা হ্যারিসকে বেছে নিয়েছেন ডেমোক্র্যাটদলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন।

এক প্রতিবেদনে বার্তা সংস্থা এপি জানায়, মঙ্গলবার (১১ আগস্ট) বাইডেন তার রানিংমেট হিসেবে কমলা হ্যারিসের নাম ঘোষণা করেন।

প্রথম কোনো কৃষ্ণাঙ্গ নারী এবং প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান একটি রাজনৈতিক দল থেকে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হয়েছেন কমলা হ্যারিস। এর আগে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছেন কমলা হ্যারিস।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন জো বাইডেন। এবারও রিপাবলিকান প্রার্থীর রানিং মেট থাকছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

আগামী ৭ অক্টোবর উটাহর সল্ট লেক সিটিতে বিতর্কে মাইক পেন্সের মুখোমুখি হবেন কমলা হ্যারিস।

   

About

Popular Links

x