Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাসে ২৪ ঘন্টায় ভারতে ১,০১৭ জনের মৃত্যু

বিশ্বব্যাপী এ ভাইরাস  আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ২ কোটি ৪০ লাখ

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ০৫:১৮ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০১৭ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে দেশটিতে ৭৫,৯৯৫জন করোনাভাইরাস রোগী নতুন করে শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৯ টায় এ তথ্য জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। 

মন্ত্রণালয়টির দেওয়া তথ্যানুযায়ী, দেশটিতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬০,৬২৯ জনের। শনাক্ত রোগীর সংখ্যা ৩৩,১০,২৩৪ জনে পৌঁছেছে। দক্ষিণ এশিয়ার জনবহুল দেশটি আক্রান্তের দিক দিয়ে বর্তমানে তৃতীয় অবস্থানে রয়েছে। 

চিকিৎসাধীন রয়েছে ৭,২৩,১০৪ জন এবং এ পর্যন্ত এ ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৫ লাখেরও বেশি মানুষ।

এদিকে, বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪০ লাখ ছাড়িয়ে গেছে এবং মৃতের সংখ্যা বেড়ে ৮ লাখ ২১ হাজার ৬৫৪ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে জন হপকিন্স ইউনিভার্সিটি।


About

Popular Links