Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

কোন দেশের দখলে কতগুলো পারমাণবিক বোমা রয়েছে?

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে এগিয়ে রয়েছে পাকিস্তান। দেশটির দখলে রয়েছে ১৬০টি আণবিক বোমা

আপডেট : ২৯ আগস্ট ২০২০, ১১:৫১ এএম

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এর ২০২০ সালের জানুয়ারিতে প্রকাশিত এক প্রতিবেদন বলছে, বিশ্বের নয়টি দেশের কাছে বর্তমানে ১৩,৪০০টি আণবিক বোমা আছে৷ তবে, এসব বোমার সংখ্যা কমানোর চেষ্টা অব্যাহত রয়েছে৷

১. রাশিয়া

স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউট সিপ্রি-র তথ্য অনুসারে রাশিয়ার কাছে বর্তমানে সবচেয়ে বেশি আণবিক বোমা রয়েছে৷ দেশটিতে এধরনের বোমার সংখ্যা ৬,৩৭৫টি৷ রাশিয়া প্রথম পারমাণবিক পরীক্ষা করেছিল ১৯৪৯ সালে৷

২. যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম পারমাণবিক বোমা বানিয়েছে এবং একমাত্র দেশ যারা যুদ্ধেও এই অস্ত্র ব্যবহার করেছে৷ দেশটির কাছে এখন ৫,৮০০ টি পারমাণবিক বোমা রয়েছে৷

৩. চীন

৩২০টি পারমাণবিক বোমা আছে চীনের৷ রাশিয়া বা যুক্তরাষ্ট্রের তুলনায় সংখ্যাটা কম হলেও দেশটি ধীরেধীরে এই সংখ্যা বাড়াচ্ছে৷ যেমন, মাত্র ২০১৯ সাল পর্যন্তই তাদের কাছে ২৯০টি বোমা ছিল৷ স্থল, আকাশ বা সমুদ্রপথে সেগুলো ছোঁড়া সম্ভব৷

৪. ফ্রান্স

ফ্রান্সের কাছে পারমাণবিক ওয়ারহেড আছে ২৯০টি৷ এগুলোর অধিকাংশই রয়েছে সাবমেরিনে৷ দেশটির অন্তত একটি সাবমেরিন সবসময় পারমাণবিক বোমা নিয়ে টহল দেয়৷

৫. যুক্তরাজ্য

২১৫টি পারমাণবিক বোমা রয়েছে যুক্তরাজ্যের কাছে৷ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এই দেশটি ১৯৫২ সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়৷

৬. পাকিস্তান

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে এগিয়ে রয়েছে পাকিস্তান। ইতোমধ্যে তিনবার প্রতিবেশী ভারতের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে পাকিস্তান৷ দেশটির দখলে রয়েছে ১৬০টি আণবিক বোমা৷ সাম্প্রতিক সময়ে পারমাণবিক বোমার সংখ্যা বাড়িয়েছে দেশটি৷ অনেকে আশঙ্কা করেন, প্রতিবেশীর সঙ্গে দেশটির লড়াই কোন এক সময় পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে৷

৭. ভারত

পারমাণবিক বোমার সংখ্যা বাড়াচ্ছে ভারতও৷ দেশটি প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় ১৯৭৪ সালে৷ সিপ্রির তথ্য অনুযায়ী, তাদের কাছে এখন ১৫০টি বোমা রয়েছে৷ ভারত অবশ্য জানিয়েছে, তারা আগে কোনো দেশকে আঘাত করবে না, আর যেসব দেশের পারমাণবিক বোমা নেই, সেসব দেশের বিরুদ্ধে  কোনোদিন তারা এধরনের বোমা ব্যবহার করবে না৷

৮. ইসরায়েল

ইসরায়েল অবশ্য নিজের দেশের পরমাণু কর্মসূচি সম্পর্কে তেমন কিছু জনসমক্ষে প্রকাশ করে না৷ যদিও দেশটির ৯০টি পারমাণবিক “ওয়ারহেড” আছে বলে উল্লেখ করেছে সিপ্রি৷

৯. উত্তর কোরিয়া

পারমাণবিক অস্ত্র নিয়ে গোপনীয়তা অবলম্বন করে উত্তর কোরিয়াও৷ এখন দেশটির কাছে থাকা পারমাণবিক বোমার সংখ্যা আনুমানিক ৩০ থেকে ৪০টি৷

About

Popular Links