Saturday, May 18, 2024

সেকশন

English
Dhaka Tribune

ইতালিতে অভিবাসীবাহী নৌকায় আগুন, নিহত ৩

চলতি বছরে এখন পর্যন্ত বিভিন্ন দেশ থেকে ইতালিতে আশ্রয় নিয়েছে প্রায় ১৮ হাজার অভিবাসী

আপডেট : ৩১ আগস্ট ২০২০, ১২:২৬ পিএম

ইতালির দক্ষিণ উপকূলের কাছে অভিবাসীবাহী একটি নৌকায় অগ্নিকাণ্ডে অন্তত ৩ জন নিহত হয়েছেন। নৌকাটিতে মোট ২০ অভিবাসী ছিলেন। নিহতদের ২ জন পুরুষ ও একজন নারী।

সোমবার (৩১ আগস্ট) এ ঘটনায় আরও অন্তত ৫ অভিবাসী আহত হয়েছেন। তাদেরকে ইতালির বন্দর নগরী ক্রোটোনের হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় পুলিশ কমান্ডার এমিলিও ফিয়োরা জানিয়েছেন, আগুন লাগা নৌকাটিকে চালিয়ে তীরে আনার চেষ্টা করতে গিয়ে আহত হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। নৌকাটির ইঞ্জিনে আগুন লেগে বিস্ফোরিত হয়।

তিনি জানান, নৌকায় থাকা প্রত্যেকের খোঁজ নিশ্চিত করতে অভিযান চলছে।

প্রসঙ্গত, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দরিদ্র দেশ থেকে প্রায় প্রতিদিনই রাজনৈতিক আশ্রয়প্রার্থীসহ হাজার হাজার শরণার্থী ইতালির উদ্দেশে পাড়ি জমায়। কিন্তু তাদের একটি বড় অংশ লিবিয়া উপকূলে দালাল ও আদম ব্যবসায়ীদের কবলে পড়ে।

About

Popular Links