সম্প্রতি সপরিবারে করোনাভাইরাস আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন সাবেক রেসলার ও হলিউড অভিনেতা ‘দ্য রক’ খ্যাত ডুয়েন জনসন।
বুধবার (২ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে এক ভিডিওতে এ তথ্য দেন ৪৮ বছর বয়সী রক নিজেই।
ভিডিও বার্তায় তিনি বলেন, “পুরো পরিবার একসঙ্গে আক্রান্ত হওয়ার বিষয়টি সবচেয়ে বেশি কঠিন ও চ্যালেঞ্জিং।”
এসময় ইনস্টাগ্রামের ১৯৬ মিলিয়ন ভক্তের উদ্দেশে তিনি বলেন, “কোভিড-১৯ পজিটিভ থেকে সেরে ওঠা নিঃসন্দেহে হাত-পা ভেঙে গুরুতর আহত হওয়ার ব্যথা থেকে আলাদা।”
তিনি বলেন, “পরিবারকে রক্ষা করা আমার প্রথম পছন্দ। কোভিড পজিটিভ হওয়ার কথা শুনে শুধু মনেহচ্ছিল, যদি আমার একারই পজিটিভ আসতো। এসময় সৃষ্টিকর্তার কাছে পরিবারের সবার সুস্বাস্থের কারণে কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।