Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

খেলতে খেলতে সাপের বাচ্চা খেয়ে ফেললো শিশু!

সাপের বাচ্চাটির দৈর্ঘ্য ছয় ইঞ্চির মতো

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ০৬:৩৩ পিএম

বাসার উঠানে বসে খেলছিলো এক বছরের শিশু। হঠাত মা দেখতে পান তার মুখের মধ্যে কিছু রয়েছে। কাছে গিয়ে রীতিমতো চমকে ওঠার জোগাড়। তিনি দেখতে পান বিষধর একটি সাপের বাচ্চাকে প্রায় গিলেই ফেলেছে তার সন্তান। শনিবার (৫ সেপ্টেম্বর) ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বারেলি জেলার ফতেহগঞ্জ এলাকায়। 

বার্তা সংস্থা আইএনএস জানায়, মুখের ভেতর থেকে সাপের বাচ্চাটি বের করার পর সন্তানকে নিয়ে হাসপাতালে যান মা। সেখানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

এ বিষয়ে শিশুটির বাবা ধর্মপাল জানান, তার স্ত্রী সোমতী সন্তানের মুখ থেকে সাপটি বের করার পরও কিছুক্ষণ সেটি বেঁচে ছিলো। সাপের বাচ্চাটির দৈর্ঘ্য ছয় ইঞ্চির মতো। সন্তানকে হাসপাতালে নেওয়ার সময় তিনি মৃত সাপটিও সঙ্গে নেন।

 এদিকে ওই শিশুটি শারীরিক অবস্থা সম্পর্কে জানাতে হাসপাতালের চিকিৎসক হরিশ চন্দ্র বলেন, তাকে “অ্যান্টি-ভেনম” ইনজেকশন দেওয়া হয়েছে। সময়মতো চিকিৎসার কারণে শিশুটি বেঁচে গেছে।

চিকিৎসকরা আরও জানান, সাপটি “ক্রেইট” প্রজাতির ছিলো। এটি ভারতের সবচেয়ে বিষধর সাপগুলোর একটি।  

About

Popular Links